Wellcome to National Portal
Main Comtent Skiped

জোনাল ম্যানেজার প্রোফাইল


জনাব তারিকুর রহমান বিগত ১৭ ই নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) জোনাল অফিস, ঢাকা পূর্ব এর জোনাল ম্যনেজার হিসাবে কাজে যোগদান করেন। এর পূর্বে তিনি সদর দফতর ঋণ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।


জনাব তারিকুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে BBA (Finance) এবং MBA (Finance) ডিগ্রী অর্জন করেন।  বিগত ০১ লা এপ্রিল ২০০৮ সালে অত্র কর্পোরেশনে সিনিয়র অফিসার পদে কাজে  যোগদান করেন। তিনি জোনাল অফিস, জোন-১, জোন-২, জোন-৩, জোন-৪, জোন-৫, শাখা অফিস, ফরিদপুর ও শাখা অফিস, কিশোরগঞ্জ সহ সদর দফতরের বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। জনাব তারিকুর রহমান কর্পোরেশন হতে ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন ।

 তিনি  ১৯৭৮ সালের ০১ লা অক্টোবর নগরকান্দা, ফরিদপুর-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।